বলীখেলা

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অনুরূপ খেলা লড়নানামে প্রচলিত। প্রকৃতপক্ষে কুস্তির লড়াই। দুজন কুস্তিগির খালি হাতে গায়ের শক্তি ও হাত-পায়ের কৌশলে লড়াই করে; লক্ষ্য, প্রতিপক্ষকে মাটিতে চিৎ করে ফেলে দেওয়া।কুস্তির লড়াই মল্লযুদ্ধ নামে বর্বরযুগের দাস-প্রথা থেকে উদ্ভূত। এ সূত্রে এটি কমবেশি বিশ্বের সব দেশেই প্রচলিত। কিছুকাল পূর্বেও জমিদাররা নিরাপত্তার জন্য পেশাদার পালোয়ান ও লাঠিয়াল বাহিনী রাখত।.....

বলীখেলা চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি আঞ্চলিক খেলা। এটি এক সময় চট্টগ্রামে ব্যাপকভাবে  প্রচলিত ছিল। বর্তমানে অনেকটা সঙ্কুচিত হয়ে জববারের বলীখেলানামে প্রসিদ্ধি লাভ করেছে।
চৈত্র মাসে শুকনা মৌসুমে মাঠে বা আমবাগানে নির্ধারিত স্থানে লড়না অনুষ্ঠিত হয়। ছোট থেকে বড় বিভিন্ন বয়সের জুটির মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।