কড়িখেলা: চার-পাঁচজনের দলবদ্ধ বা একক খেলা। সমান আকারের
ছোট চারটি কড়ি এর উপকরণ। প্রথমে একজন চাল শুরু করে। সে
কড়িগুলি হাতের মুঠোয় নিয়ে এমনভাবে মাটির ওপর গড়িয়ে ফেলে যাতে সেগুলি পরস্পরের
গা ছুঁয়ে বা বেশিদূরে ছড়িয়ে না পড়ে। পরে তর্জনীর টোকা দিয়ে জোড়ায় জোড়ায়
কড়িগুলি মারতে হয়। সফল হলে সে দুই পয়েন্ট পায়, আর বিফল হলে দান হারায়। এছাড়া দুটি বা ততোধিক
কড়ি পড়ে জোড়া লেগে গেলেও সে দান হারায়। তখন অন্যজন খেলার সুযোগ পায়। এভাবে
পালাক্রমে কড়িখেলা অনুষ্ঠিত হয়।...
কড়িখেলার কয়েকটি
বিশেষ নিয়ম হলো এই যে, চালের
সময় কড়িগুলি উপুড় হয়ে পড়লে ওই খেলোয়াড় এক পয়েন্ট পায়, আর যদি চিৎ হয়ে পড়ে তাহলে সকলে দ্রুত সেগুলি তুলে চুম্বন করার চেষ্টা
করে। যে সফল হয় সে প্রতিটি কড়ির জন্য এক পয়েন্ট পায়। এভাবে খেলে যে প্রথম বিশ
পয়েন্ট পায় সে জয়ী হয়, আর যে ব্যর্থ হয় তার হার হয়।
এ পর্যন্ত হচ্ছে কড়ি খেলার প্রথম পর্ব; দ্বিতীয় পর্ব
হচ্ছে ‘জোড়-বিজোড়’ ধরা।
এক্ষেত্রে মুঠ করা হাতে জোড়, না বিজোড় সংখ্যার কড়ি আছে
তা পরাজিত খেলোয়াড়কে জিজ্ঞেস করা হয়। বলতে পারলে কড়ি তার দখলে যায়, না পারলে জয়ী খেলোয়াড় পয়েন্ট পায়। এভাবে হাত খালি হওয়া পর্যন্ত
সে যত পয়েন্ট পায়, পরাজিত খেলোয়াড়কে তত কিল মারার
সুযোগ পায়। সাধারণত মেয়েরা কড়ি খেলে থাকে। এতে আনন্দ, কৌতুক
ও অবসরযাপনের সুযোগ আছে।