ঘুঁটিখেলা : সাধারণত মেয়েদের খেলা। পাথরের পাঁচটি গোল
টুকরা নিয়ে এ খেলা অনুষ্ঠিত হয়। এগুলির মধ্যে ঈষৎ বড় ঘুঁটিকে ‘ডাগ’ বলে। কড়ি খেলার মতো শুরুতে ঘুঁটিগুলি
মাটির ওপর ছড়িয়ে ফেলতে হয়। জোড়া লাগলে দান হারাতে হয়।....
ঠিকমতো পড়লে ডাগ তুলে
ওপরে ছুঁড়ে মাটিতে পড়ার আগে দ্রুত এক বা ততোধিক ঘুঁটি কুড়িয়ে সেটি লুফে নিতে
হয়। ডাগ মাটিতে পড়ে গেলে সে দান হারায়। এরূপ লোফালুফির নানা জটিল প্রক্রিয়ায়
এটি খেলতে হয়। প্রক্রিয়াগুলি যে আগে শেষ করে সে ‘পাকে’
অর্থাৎ জয়ী হয়। শেষ পর্যন্ত যার হার হয় তাকে জোড়-বিজোড়
পদ্ধতিতে কিল খেতে হয়। মনোযোগ ও হাতের ক্ষিপ্রতার ওপর এ খেলার জয়-পরাজয় নির্ভর
করে। বর্ষা-বাদলের দিনে ঘুঁটিখেলা মেয়েদের অবসরযাপন ও বিনোদনের সুযোগ এনে দেয়।