কমান্ডো কোর্সের রিক্রটিং নির্বাচন করার ক্ষেত্রে যে সকল পরীক্ষা সাধারণত হয়ে থাকে। আজ আমি আপনাদেরকে সে সকল বিষয়ের উপর কিছুটা ধারনা দেয়ার চেষ্টা করবো। তবে মনে রাখতে হবে পরীক্ষা গুলোর একটিও নাও হতে পারে আবার হতেও পারে এই ধরনের কিছু পরীক্ষার মাধ্যেমেই বর্তমান কমান্ডো কোর্সের রিক্রটিং নির্বাচন করা হচ্ছে।
- আই কিউ টেস্ট।=>>