১. ১পায়ে দারিয়ে থাকা (দেহের ব্যলেন্স দেখার জন্য)
২. টেনে/পুল করে আপনি সর্বচ্চ কত শক্তি প্রয়োগ করতে পারেন।
৩. সম্মূখ জাম্প (ব্যাংগ জাম্প) দিয়ে আপনি কত দুরুত্ব অতিক্রম করতে পারেন?
৪. শরীরের ফ্লাক্সিব্লিটি নির্নয়. (মাজা ভাজ করে হাত পায়ের আংগুলি ছারিয়ে কতটুকু বাহিরে যায়)
৫. শাটেল রান কিন্তু রানের সময় দাগ পার করে হাত দিয়ে মাটি স্পর্শ না করে দুইটা কাঠের টুকরা এপাশের টা ওপাশে, অপাশের টা এপাশে দাগের বাহিরে রাখতে হবে।
৬. বিচক্ষণতার প্রমান। ( অনেক গুলো লাল বাতির অনাবরত জ্বলা নিভার মাঝে হঠাৎ নীল বাতি জলার সাথে সাথে ছুইচ অফ করার পার্দশিকতা।)
৭. পেটের চর্বির পরিমান নির্নয়।
৮. ১০ মিনিট সমায়ে সর্বমোট অতিক্রান্ত দুরুত্ব। (ড্রেস: হাফ প্যান্ট, গেঞ্জি, কেস)
৯. …………
(বি:দ্র: উপরের পরীক্ষা গুলোর একটিও নাও হতে পারে আবার হতেও পারে তবে মনে রাখতে হবে এই ধরনের কিছু পরীক্ষার মাধ্যেমেই বর্তমান কমান্ডো কোর্সের রিক্রটিং নির্বাচন করা হচ্ছে।)