এক সময় খুবই জনপ্রিয় একটি
খেলা ছিল। বিশেষ যত্নসহকারে লড়াইয়ের মোরগ পোষা হতো। অনেক সময় এ লড়াই হতো
মর্মান্তিক, কারণ মোরগদুটি ঠোঁট ও নখের অাঁচড়ে পরস্পরকে
ঘায়েল করার চেষ্টা করতো। বিজয়ী মোরগের মালিককে পুরস্কৃতও করা হতো।....
এখন এই খেলা দেকা যায় না বল্লেই চলে। এক সমব এই খেলা দেখার জন্য ৪-৫ গ্রামের লোক জমাট বাধতো খেলা অনুষ্ঠিত হওয়ার স্থানে। এমন কি মাইকিং ও করা হতো।