লাই খেলা:

বালকদের দলবদ্ধ খেলা। লাইশব্দটি নাভিশব্দজাত। একটি বালক বুক পানিতে দাঁড়িয়ে এক হাতে পানি নিয়ে অন্যদের উদ্দেশ্যে প্রশ্নোত্তরবাচক ছড়া বলে।

আমার হাতে কি?
জলই ।এক ডুবে তলই।
তোরে যদি পাই এক গেরাসে খাই।

 ১/২ নং ছরার এই শেষ বাক্যটি বলে সে নাভি-পানিতে ডুব দেয় এবং অন্যরা তাকে ধরার চেষ্টা করে। সে সফল হলে পয়েন্ট পায়, ব্যর্থ হলে যে ধরতে সক্ষম হয় সে দান পেয়ে অনুরূপভাবে খেলা শুরু করে। নাভি বা লাই থেকেই এ খেলার নাম হয়েছে লাই খেলাএতে সাঁতার কাটার আনন্দ ও শরীরচর্চার উপকারিতা আছে।...


আবার অনেক স্থানে হাতের আংগুল দেখায় এবং নিচের ছরাটি বলে 

*এটা কি= নখ
*নখ কাটলে কি বেড়ায়?= রক্ত
*আমার লাগাল (কাছ থেকে ধরা) ধর তো

আর বিভিন্ন স্থানে বা বিভিন্ন এলাকায় আরো ভিন্ন ভিন্ন ছরা পড়া হয়ে থাকে।