শক্তি ও কৌশলের খেলা। মানুষ আত্মরক্ষা, শিকার ও যুদ্ধের জন্য বহু প্রাচীনকাল থেকেই লাঠির ব্যবহার করে আসছে।
বাংলাদেশে কিছুকাল আগে পর্যন্ত জমিদাররা যোদ্ধা হিসেবে লাঠিয়াল রাখত। চরাঞ্চলের
মানুষ এখনও লাঠির জোরে চর দখল করে। মুহরমের উৎসব শুরু হলে লাঠিয়ালরা বাড়ি বাড়ি
ঘুরে বিভিন্ন ভঙ্গিতে লাঠিখেলা প্রদর্শন করে। মুহরমের শোভাযাত্রার অগ্রভাগে থেকে
খেলোয়াড়রা লাঠিখেলার কসরৎ দেখায়। এটা হচ্ছে যুদ্ধের কৃত্রিম মহড়া।...
অতীতে ধনিগৃহে বিবাহোপলক্ষে লাঠিখেলার আয়োজন
হতো।