হাডুডু

বাংলার সর্বত্র প্রচলিত একটি জনপ্রিয় খেলা। কাবাডি এবং হাডুডু খেলা এক হলেও নিয়মের কিছু পরির্বতন আছে। হাডুডু বাংলাদেশের জাতিয় খেলা। শক্তি ও সাহসের খেলা বলে এতে তরুণ ও যুবকরা অংশ নিয়ে থাকে। হাডুডু দলীয় খেলা। নরম মাটির ওপর দাগ কেটে কোটের সীমানা নির্ধারণ করা হয়। হাডুডু বা কাবাডির উত্পত্তিস্থল ফরিদপুর, আবার কেউ কেউ বলেন বরিশাল। তবে বাংলাদেশের সর্বত্র এই খেলার প্রচলন আছে। মাঠের সাইজ :৪২ ফুট লম্বা ও ২৭ ফুট চওড়া। মাঠকে দুই ভাগে ভাগ করা হয়। প্রতিটি ভাগকে কোট বলা হয়। কোটের পরিমাপ ২১১৪ বর্গহাত।
সমবয়সের খেলোয়াড়রা দুটি দলে বিভক্ত হয়ে মধ্য সীমারেখার দুপাশে অবস্থান নেয়। প্রতিদ্বন্দ্বিতা হলে দলে দশ জন খেলোয়াড় থাকে; অন্যথায় এ সংখ্যা কমবেশি হতে পারে।
খেলা শুরু হলে এক পক্ষের যেকোনো একজন খেলোয়াড় মধ্যরেখা থেকে নিঃশ্বাস বন্ধ করে ও মুখে শ্রবণযোগ্য কোনো ধ্বনি উচ্চারণ করে বা ছড়া কেটে প্রতিপক্ষের কোটে গিয়ে কাউকে ছুঁয়ে আসার চেষ্টা করে। সে সফল হলে ওই খেলোয়াড় মারা যায়। এভাবে পাল্টাপাল্টি পদ্ধতিতে খেলা চলতে থাকে। খেলার সময় অনেকে নিজেদের
সাহসী ও প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার জন্য ছড়া কাটে, যাকে বলা হয় বোলএভাবে কোন এক পক্ষের সকল খেলোয়াড় মারা গেলে তাদের এক পয়েন্টে হার হয়। প্রতিযোগিতার খেলায় বিজয়ী দলকে পুরস্কৃত করা হয়।